আসছে ঈদ। ঈদের সময়টাতে সকলেই চান ত্বক থাকুক সুন্দর। কিন্তু বর্তমানের যে আবহাওয়া এতে করে ত্বক ঠিক রাখার উপায় নেই। রোদ বৃষ্টির খেলায় অতিস্ট হয়ে উঠেছে জনজীবন। এই সময়টায় রোদে পোড়া ত্বক সব চাইতে বেশি দেখা যায়। সকালে সানস্ক্রিন লাগিয়ে বাসা থেকে বের হয়ে থাকলেও বৃষ্টির কারণে সান্সক্রিন প্রোটেকশন দিতে পারে না। এবং বৃষ্টি শেষে ঠিকই ত্বক রোদে পুড়ে যায়। কিন্তু এই নিয়ে মন খারাপ করে লাভ নেই। খুজতে হবে সমাধান। চিন্তা করবেন না একেবারই কারণ আপনার রান্নাঘরেই রয়েছে কিছু সহজ ও প্রাকৃতিক সমাধান। আলুর...

